জয় বাংলা ধ্বনি নিয়ে সিনেমা বানানোর কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সেই সময় আমাদের স্লোগান ছিল ‘জয় বাংলা’। স্বাধীনতার পর এটি ছিল জাতীয় স্লোগান। বিএনপি ক্ষমতায় এসে সেই জয় বাংলাকে বিদায় করে। তারা পাকিস্তানের ভাবধারায় করলো ‘বাংলাদেশ জিন্দাবাদ’। প্রধানমন্ত্রী কিছুদিন আগে জয় বাংলাকে রাষ্ট্রীয় ধ্বনি ঘোষণা করেছেন। আমি এ নিয়ে সিনেমা করছি। যদিও সিনেমা জগতের লোক না, তবে জয় বাংলাকে মানুষের মনে গেঁথে দিতে আমি সিনেমাটা বানাচ্ছি। আমার এই ছবির নাম ‘জয় বাংলা ধ্বনি’। নভেম্বরের ১ তারিখ থেকে কাজ শুরু হবে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে জেলার ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান এবং ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ২৫তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ২০১৩, ১৪, ১৫ সালের দিকে শ্রমিক, অসংখ্য শিশু-নারী-পুরুষকে পুড়িয়ে মেরেছে। শতাধিক শ্রমিক নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার উপরে অনুদান দিয়েছেন। বঙ্গবন্ধুও শ্রমিকদের জন্য কাজ করেছেন। চা শ্রমিকদের আন্দোলনে শেখ হাসিনা তাদের সমস্যার সমাধান করেছেন। গার্মেন্টস শ্রমিকদেরও বেতন বৃদ্ধি করেছেন। পরিবহন, গার্মেন্ট, চা শিল্প, চামড়া শিল্প শ্রমিকদের দরদ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রমিকরা নির্যাতন, নিপীড়ন করে ক্ষতির সম্মুখিন হয়েছেন।
জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুইপ ইকবালুর রহিম, বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক শ্রম দফতরের উপ-পরিচালক আবুল বাসার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, প্রমুখ।
অনুষ্ঠানে ২৪ জন মৃত শ্রমিকের পরিবারের মধ্যে ১৩ লাখ ২০ হাজার টাকা, ১০০ শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ২১ লাখ টাকা ও চার পঙ্গু শ্রমিককে দুই লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।