লম্বা বিরতি দিয়ে শুটিংয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তার নতুন সিনেমা ‘আহারে জীবন’। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।
পূর্ণিমা বলেন, “লম্বা বিরতি দিয়ে শুটিংয়ে ফিরছি। কেমন লাগছে, এখন বলতে পারব না। রোববার বলতে পারব কেমন লাগল।”
দিলারা হানিফ পূর্ণিমা সর্বশেষ কাজ করেন ২০১৬ সালে ‘লাভ অ্যান্ড কোং’ ও ‘ফিরে যাওয়া হলো না’ সিনেমায়। এরপর আর বড় পর্দার তাকে দেখা যায়নি।
২০১৬ সালের পর বড় পর্দায় আর আসেননি পূর্ণিমা
নতুন সিনেমায় কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “ফেরদৌস ও ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত এ সিনেমায় অভিনয় করা। তিনি প্রবীণ গুণী চলচ্চিত্র নির্মাতা। সিনেমাটিও সরকারি অনুদানের। গল্পটি ভালো লেগেছে আমার। আশা করছি, সবকিছু ঠিকঠাক হলে একটি ভালো সিনেমা পাবেন দর্শক।”
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, “আজ থেকে ২৫ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা ‘বুকের ভেতর আগুন’-এ অভিনয় করেছিলাম। এরপর তার কোনো সিনেমায় আর কাজ করা হয়ে ওঠেনি। দীর্ঘ বিরতির পর আবার কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। এছাড়া এ সিনেমায় সহশিল্পী হিসেবে আমার খুব ভালো বন্ধু পূর্ণিমাও আছে। সেটিও আমার বিশেষ ভালোলাগা।”
ফেরদৌস-পূর্ণিমা একসঙ্গে কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়
বাংলা সিনেমার এক সময়কার জনপ্রিয় এই জুটি ফেরদৌস-পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমায়ও অভিনয় করেছেন তারা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ফেরদৌস।
গাঙচিল সিনেমাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে।