শুভ জন্মদিন, সোনার কন্যা শাওন আহমেদ!

“একটা ছিল সোনার কন্যা,মেঘ বরন কেশ

ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ………”

 শ্রাবন মেঘের দিনের সোনার কন্যা (কুসুম) কিংবা আজ রবিবারে (তিতলি) থেকে উড়ে যায় বকপক্ষীর (পুষ্প) হয়ে যিনি দর্শকদের বিমোহিত করেছিলেন ৷ তিনি হুমায়ূন আহমেদের সহধর্মিনী, বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের আলোচিত অভিনেত্রী “মেহের আফরোজ শাওন” ৷

“মেহের আফরোজ শাওন” একজন গুণী অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ৷ তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ৷

নতুন কুঁড়ির মাধ্যমে টিভি জগতে আসা এই অভিনেত্রীর প্রথম নাটক “জননী” ৷ এরপর নক্ষত্রের রাত, পুষ্পকথা, সবুজ ছায়া, আজ রবিবার, উড়ে যায় বকপক্ষী, কালা কইতর, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, হাবলঙ্গের বাজারে, রুপালি রাত্রি, সেদিন চৈত্রমাস, চৈত্র দিনের গান, বাদল দিনের প্রথম কদম ফুল, যমুনার জল দেখতে কালো, এসো,আমরা তিনজন, এনায়েত আলীর ছাগল, এই বর্ষায় সহ অসংখ্য দর্শক নন্দিত নাটকে অভিনয় করেছেন ৷

“শ্রাবণ মেঘের দিন” মুক্তির পর শাওন হয়ে উঠেন অন্যতম আলোচিত তারকা ৷ দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া আর আমার আছে জল সবগুলো ছবিতেই অভিনয়ের জন্য আলোচিত হয়েছেন ৷ অভিনয়ের পাশাপাশি নির্মানেও নিজের নাম লিখিয়েছেন ৷

কৃষ্ণপক্ষ সিনেমা সহ বেশ সংখ্যক নাটক বানালেও দর্শকদের প্রত্যাশা মিটেনি ৷

“যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়…….”

গায়িকা হিসেবে শাওন একজন উঁচুমাপের কন্ঠশিল্পী, এটা উনার কঠিন সমালোচক ও স্বীকার করবেন ৷ অভিনয়ে জাতীয় পুরস্কার না পেলেও গানে ঠিক ই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৷

আমার আছে জল,

আমার ভাঙা ঘরে,

চলো না যাই ৷

এছাড়াও অনেক রবীন্দ্র সংগীত ও গেয়েছেন ৷

১৯৮১ সালের আজকের এইদিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী “মেহের আফরোজ শাওন” ৷ ১২ অক্টোবর, তার ৪১তম জন্মদিন ৷ উনার প্রতি শুভকামনা রইলো ৷

scroll to top