অক্ষয় কুমারের নতুন সিনেমা ’রাম সেতু’র ট্রেইলার প্রকাশ পেয়েছে। এতে প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় আসছেন এই বলিউড তারকা।
সিনেমায় রাম সেতু সংরক্ষণে তিন দিনের এক মিশনের নেতৃত্বে দেখা যাবে অক্ষয়কে।
হিন্দুস্তান টাইমেসের এক প্রতিবেদনে মঙ্গলবার ট্রেইলার প্রকাশের খবর দিয়ে বলা হয়, দুই মিনিটের ভিডিওটিতে মাত্র তিন দিনের মধ্যে রাম সেতু আবিষ্কার ও সংরক্ষণ করার অসাধ্যকে সাধন করেছেন অক্ষয়। সিনেমাটিতে নুশরাত ভারুচ্চা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নাসার ও সত্য দেবও রয়েছেন।
আদালতে এক শুনানির দৃশ্য দিয়ে শুরু হয় ট্রেইলারটি। যেখানে রাম সেতু ভেঙে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের অনুমতি চায় সরকার।
নাসারকে বলতে শোনা যায়, ভারত যখন ভগবান রামের বিশ্বাসে ভর করে আছে, তখন কেউ কীভাবে সেই বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পারে? তিনিই অক্ষয়কে রাম সেতুতে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে পাঠান। যদিও পরে জানা যায়, রাম সেতু রক্ষা উদ্দেশ্যে নয়, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।
ট্রেইলারে একটি দৃশ্যে নুশরাত ভারুচ্চাকে বলেন. রাম সেতু আবিষ্কার করা রীতিমতো অসম্ভব ব্যাপার।
ট্রেইলারের শেষে অক্ষয় সেতু থেকে একটি পাথর কাঁধে নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসেন। “বিশ্বে শ্রী রামের লক্ষ লক্ষ মন্দির আছে, কিন্তু, সেতু মাত্র একটি"- ভয়েজওভারে ট্রেইলারটি শেষ হয়।
মহাকাব্য রামায়ণের ‘রাম সেতু’ ধারণাটি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।
তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূল থেকে রামেশ্বরম দ্বীপ এবং শ্রীলঙ্কার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত মান্নার দ্বীপের মধ্যে রাম সেতু হল চুনাপাথরের একটি শৃঙ্খল।
রামায়ণে বলা হয়, রাবণ সীতাকে হরণ করার পর তাকে উদ্ধারের করতে লঙ্কায় পৌঁছানোর প্রয়োজনে রাম এবং তার সৈন্যবাহিনী সেতুটি তৈরি করেছিলেন।
সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। উটি, দমন এবং দিউ ও মুম্বাইয়ের কাছে বেশ কয়েক বছর ধরে শুটিং চলছিল সিনেমাটির।
রাম সেতু আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।