ফারজানা রিক্তা- পড়েছেন রসায়নশাস্ত্রে, মজেছেন অভিনয় শাস্ত্রে!

ফারজানা রিক্তা একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় তারকা। জন্মেছেন যশোর জেলায় ।জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

অমিতাভ রেজা পরিচালিত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন রিক্তা।২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত কার্তুজ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে তার। চলচ্চিত্রটি ছিল বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র। এরপর ২০১৬ সালে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র একাত্তরের নিশান মুক্তি পায়। ২০১৮ সালে তার অভিনীত তৃতীয় চলচ্চিত্র আলতা বানু মুক্তি পায়।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনেও অভিনয় করেন তিনি। এছাড়া, বাংলাভিশনে স্টার ওয়ার্ল্ড ও গাজী টিভিতে এফএনএফ জার্নি শিরোনামের দুইটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

চলচ্চিত্র তালিকা

২০১৫ কার্তুজ,

২০১৬ একাত্তরের নিশান

২০১৮ আলতা বানু

নির্বাচিত টিভি নাটক-

ডন

জলে ভেজা রং

ব্যাচেলর.কম

দুলাভাই জিন্দাবাদ

টক অব দ্য টাউন

ছোট বউ

ক্যাট হাউজ

বাপ বেটা ৪২০

নির্বাচিত বিজ্ঞাপন-

গ্রামীণফোন কলার টিউন

আরএফএল চেয়ার

আরএফএল ফিটিং পাইপ

প্রাণ গ্রিন চিলি সস

গ্রামীণফোন কনফিউশন

সার্ফ এক্সেল

বাংলাদেশ মেলামাইন

প্রাণ ফ্রুটো জুস

জুঁই নারিকেল তেল

বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেম

রিগাল ফার্নিচার

এয়ারটেল

উপস্থাপনা

স্টার ওয়ার্ল্ড (বাংলাভিশন)

এফএনএফ জার্নি (গাজী টিভি)

প্রশ্ন ছিল- রসায়নশাস্ত্রে পড়ে অভিনয় শাস্ত্রে কিভাবে স্থিতু হলেন?জানালেন ,ছোটবেলা থেকেই পারিবারিক আবহে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ! বাবা-মার উৎসাহেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজেকে নানাভাবে সম্পৃক্ত করেছেন সাংস্কৃতিক বিভিন্ন ধারায়!উপস্থাপনা অভিনয়ের হাতে খড়ি সেই তখন থেকে। এভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রে অধ্যয়নকালে মিডিয়া অঙ্গনে প্রবেশ! এখন সম্পূর্ণভবে মজেছি অভিনয় শাস্ত্রে।

নিজেকে কোথায় দেখতে চান

আসলে একে একে দেশ সেরা বিজ্ঞাপন গুলোতে কাজ করবার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ভিন্ন ধারার চলচ্চিত্র ও জনপ্রিয় বেশ কয়েকটি টিভি নাটকে কাজ করবার সৌভাগ্য হয়েছে। প্রাপ্তির বিশ্লেষণ করলে এত অল্প সময়ে সকলের আস্থা অর্জন করতে পেরেছি। এখন লক্ষ্য একটাই দর্শক হৃদয়ে মনে রাখার মত কয়েকটি চলচ্চিত্র নাটকে অভিনয় করে যেতে চাই।

scroll to top