তিন দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আদালতে হাজির করা হয়েছে। এদিন সিআইডি মাদক মামলায় তার বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।
বুধবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জিমিকে হাজির করা হয়। রিমান্ড বিষয়ে আজ দুপুর তিনটায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত জিমির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
ওইদিন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের পরিদর্শক মো. আব্দুস ছোবাহান আবেদনে বলেন, চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি তার পেশার আড়ালে মাদক ব্যবসা করতেন। এই মাদক কোথা থেকে আসে, আর কারা এ ব্যবসার সঙ্গে জড়িত তা জানতে জিমিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বনানী থেকে জিমিকে আটক করা হয়। পরে বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া কোর্ট নিউজ ২৪ কে বলেন, পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ৮।