গায়িকা আঁখি- হতে পারতেন নায়িকা!

১৯৮৪ আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে কিশোরী জরি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।। তখনই নিজের রক্তের ভেতরে মিশে থাকা অভিনয় প্রতিভা দেখিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের হৃদয়ে স্থান করে নেন এবং আগামী দিনের  বাংলা চলচ্চিত্রে নিজের আগমনী বার্তা জানিয়ে দেন!

তার উপর বাবা ছিলেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নায়ক আলমগীর আর মা ছিলেন খোশনুর আলমগীর- চলচ্চিত্রের একজন গীতিকার।কিন্তু তিনি নিজের প্রতিভাকে বিকশিত করলেন অভিনয়ে নয়, তার সুরেলা কন্ঠের গায়কীতে!

দ্বাদশ শ্রেণীর ছাত্রী থাকাকালীন ১৯৯৪ সালে চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করলেন বিদ্রোহী বধু সিনেমায়। এরপর আলাউদ্দিন আলীর সুরে সত্যের মৃত্যু নেই সিনেমায় প্লেব্যাক করলেন। ১৯৯৭ সালে নিজের প্রথম গানের এলবাম " প্রথম কলি" ,তারপর বিষের কাটা অ্যালবামটি সুপারহিট হলে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক চলচ্চিত্র গান গেয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। ২০২০ সাল পর্যন্ত তার সর্বমোট অ্যালবামের সংখ্যা ২০।২০ বছর পর তিনি বাংলা ঢোলের ব্যানারে আলাউদ্দিন আলীর সুরে "বৈশাখী মেলা" গানে কণ্ঠ দেন। গানটিতে তাকে এই গানের ভিডিওতেও দেখা যায়। তার সাথে এই গানে আরো ৩২ জন নৃত্যশিল্পী অংশ নেয়। ভিডিওটি পরিচালনা করেন আশিকুর রহমান।এছাড়া তিনি কবির বকুল রচিত এবং শওকত আলী ইমন সুরকৃত "ফাল্গুনে কৃষ্ণচূড়া" গানে কণ্ঠ দেন।তিনি তার বাবা আলমগীর পরিচালিত 'একটি সিনেমার গল্প' চলচ্চিত্রের জন্য গাজী মাজহারুল আনোয়ার রচিত একটি গানে কণ্ঠ দিয়েছেন।গানটি সুর করেছেন রুনা লায়লা। এটি রুনার প্রথম সুরারোপিত গান।এভাবেই চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠা সুন্দরী -তন্বী ও আকর্ষণীয় ফিগারের মেয়ে টি নায়িকা থেকে হয়ে যান গায়িকা। আর বাংলা চলচ্চিত্র হারায় এক সম্ভাবনাময় অভিনেত্রী কিংবা নায়িকাকে। চলচ্চিত্রের নায়িকা গুণাবলী মধ্যে যা যা প্রয়োজন তার সবকিছু থাকা সত্ত্বেও চলচ্চিত্রের এই রঙিন পথে না হেঁটে -হেঁটেছেন গান ও সুরের পথে। অবশ্য এ ব্যাপারে তার কোনো আক্ষেপ নেই বরং রয়েছে গর্ব।। পেয়েছেন অগণিত দর্শক এর অফুরন্ত ভালোবাসা।।

এ ব্যাপারে সিনেমা নিউজ বিডি কে তিনি জানান, আমার কোনো আক্ষেপ নেই বরং হয়েছে অনেক ভালোবাসা ও প্রাপ্তির গল্প।ভবিষ্যতে অভিনয় করবেন কি-না জানতে চাইলে তিনি জানান- এ পর্যন্ত দুটি চলচ্চিত্রে অভিনয় করেছি -একটিতে শিশুশিল্পী হিসেবে আরেকটিতে ( এক কাপ চা) অতিথি শিল্পী হিসেবে! তাই আপাতত আর ইচ্ছা নেই! গান নিয়েই জীবন কাটাতে চাই ,দর্শকদের ভালোবাসা পেতে চাই!|

এখনো কিভাবে আপনি এত আকর্ষণীয় ও সুন্দরী?

জানতে চাইলে তিনি হেসে উত্তর দেন এটা সৃষ্টিকর্তার দান বরং আমি এর পরিচর্যা করি মাত্র।

এখনো প্রেমের প্রস্তাব পান কি না-

দর্শকদের কেউ কেউ আমাকে বেশি ভালোবাসে বলেই হয়তো বা এরকম প্রস্তাব রাখতে পারে , এটাকে আমি দৃষ্টিকটু মনে করিনা।

 

 

scroll to top