মৃত্যু এবং জন্মের গান

(অভিনেতা মাসুম আজিজ স্মরণে)

 বন্ধু

তোমার মৃত‍্যু যেন হয়

জন্মের গান।

ভাবতেই

ভাবনাটা জড়িয়ে ধরে রিচার্ড ওয়াগনারের

মৃত্যুর সঙ্গীতকে।

পৃথিবীর কূপ থেকে, মধ‍্যরাতে অসলোর

শুঁড়িখানার বর্জ‍্য থেকে, অন্ধকারের ঝর্ণা থেকে,

ঝড় এবং বজ্রপাত থেকে

তোমার কন্ঠে সেই গান শুনতে যে পাই।

অজানা আলোর মতো উত্তরসমুদ্রের গভীর থেকে-

'একখানা মেঘ ভেসে এলো আকাশে

একঝাঁক বুনোহাঁস পথ হারালো

একা একা বসে আছি জানালা পাশে'।

আমার ভেতরের বাতাস যে হাহাকার করে

আকাশের বাঁকেবাঁকে

সমুদ্রের গর্ত থেকে স্বর্গরাজ্যের সিঁড়ি ধরে।

বিদায় হে নটবর

বিদায়।

scroll to top