কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের বাঁধন!

কলকাতার জনপ্রিয় ১৯তম টেলি সিনে অ্যাওয়ার্ড, ২০২২ এ পুরস্কৃত হলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও লাক্স ফটোজনিক রানারআপ আজমেরী হক বাঁধন।রেহানা মরিয়ম নুর সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য যে- অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০২১ সালের জুলাইয়ে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে জায়গা করে সিনেমাটি। পরে নভেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েও প্রশংসিত হয়েছে।রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন বাঁধন। ডিসেম্বরে সিনেমা বিষয়ক বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম ও ভারতীয় বিনোদন ওয়েবসাইট ফিল্মিসিল্মির তালিকায় আছে তার নাম। ২০২১ সালে নিজেকে বদলে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

করোনা মহামারির মধ্যে থমকে গিয়েছিল দেশের চলচ্চিত্র শিল্প। ঠিক এর মধ্যেই ইতিহাস গড়ে নেয় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মারিয়ম নূর’। এতদিন কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ছিল প্যারালাল বিভাগ ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ মনোনয়ন ও পুরস্কার পাওয়া। এবার তাকেও ছাড়িয়ে যায় ‘রেহানা মরিয়ম নূর’।

২০০২ সালে কানের প্যারালাল বিভাগ ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ মনোনয়ন পেয়ে সমালোচক পুরস্কারও জিতেছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’। তবে ৭৪তম কান চলচ্চিত্র আসরে প্যারালাল নয়, অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ’-এ স্থান পায় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ও আজমেরী হক বাঁধন অভিনীত এই সিনেমা। গত ৭ জুলাই কানে প্রদর্শনের পর সিনেমাটি স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে সম্মান প্রদর্শন ও হাততালি) পায়।

scroll to top