গোয়েন্দা কর্মকর্তার সাথে ১৮ ঘন্টা পরীমনি

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের প্রেমের সম্পর্ক নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পরীমণিকে জিজ্ঞাসাবাদে এ তথ্য বেরিয়ে আসে। একইসঙ্গে ওই পুলিশ কর্মকর্তার বাসায় পরীমণি একটানা ১৮ ঘণ্টা সময় কাটিয়েছেন বলেও ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা গেছে। এ নিয়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এরইমধ্যে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে ডিবি থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনকে সমকালকে বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পরীমণি এসেছিলেন। তার সঙ্গে আরও তিন-চারজন ছিলেন। খাওয়া-দাওয়া শেষে তারা চলে যান।

এদিকে ফুটেজে দেখা যায়, পহেলা আগস্ট সকাল সোয়া ৮টা; পরীমণির গাড়ি এসে থামে পুলিশ কর্মকর্তাদের রাজারবাগের আবাসিক ভবন মধুমতির সামনে। প্রথম সেই গাড়ি থেকে লাল টি-শার্ট পরা অবস্থায় নামেন পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা। এরপর সাদা একটি গাউন পরা অবস্থায় নামেন নায়িকা পরীমণি। এ সময় তার কোলে ছিল প্রিয় বাদামি রংয়ের কুকুরটি।

পুলিশ কর্মকর্তাদের বাসভবনের নিচে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে বাসার চাবি নেন ওই কর্মকর্তা। এরপর তারা দুজন লিফটে করে বাসায় যান। তার কিছুক্ষণ পর পরীমণির গাড়ি থেকে একটি ট্রলি ব্যাগও ওই কর্মকর্তার বাসায় নিয়ে যাওয়া হয়।

রাত দেড়টা; ওই ভবনের সামনে আবার আসে পরীমণির গাড়িটি। গাড়ি চালক পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে সেখানে ঢোকেন। গাড়ি পার্কিং করে তিনি সেখানে অপেক্ষা করছিলেন। সেসময় দায়িত্বরত এক নিরাপত্তা সদস্য তার কাছে আবারও যান। তাদের মধ্যে কিছু একটা নিয়ে কথা হচ্ছিল।

এরপর রাত সোয়া ২টার দিকে পরীমণি তার প্রিয় কুকুর এবং ওই পুলিশ কর্মকর্তা ও সঙ্গে নিয়ে যাওয়া ট্রলি ব্যাগসহ বহুতল সেই ভবন থেকে নিচে নেমে গাড়ি কাছে আসেন।

সকালের সাদা পোশাকের পরিবর্তে এ সময় পরীমণির পরনে ছিল কালো একটি পোশাক। আর পুলিশ কর্মকর্তার লাল টি-শার্টের পরিবর্তে ছিল সাদা একটি টি-শার্ট। অভিযোগ উঠেছে এ পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিল। তিনি মধুমতি ভবনটির ১০ তলায় থাকেন।

scroll to top